দেশজুড়ে দরজায় কড়া নাড়ছে শীত। এমন সময়ে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, বুধবার দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সেই সাথে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।










