চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আব্দুল কাদির (সিএফ) এর সঞ্চালনায় চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম জেড মন্ডল, জেলা সমন্বয়কারি ওয়াল্ড ভিশন ইউনিসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান। এনামুল হক, সুপার নলডুবরী দাখিল মাদ্রাসা, আব্দুল মান্নান, প্রধান শিক্ষক তেলকুপি উচ্চ বিদ্যালয় ও আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ইউপি সদস্যগণ, অভিভাবক, ছাত্র-ছাত্রী, হুজুর ও এনজিও কর্মী, সংবাদকর্মীসহ আরও প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনার কার্যক্রম শুরু হয়, প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। সভার সভাপতি ও শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, ইতোমধ্যে শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে বিধায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুতরাং সকল অভিভাবককে সচেতন হতে হবে যেন একটি শিশুও বাল্যবিবাহে শিকার না হয় আমার ইউনিয়নে পূর্বের চেয়ে বর্তমানে বাল্য বিয়ে অনেকাংশে কমে গেছে, কেউ যদি বাল্যবিয়ে দেয় বা সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সাদিকুল ইসলাম, সুপার বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, বাল্য বিয়ের সচতনতা বৃদ্ধির জন্য মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে।
আব্দুল কাদির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:











